সাম্য গানের বার্তা নিয়ে
প্রতি বছর আসে ঈদ
ভেদাভেদ সব ভুলে গিয়ে
গাই মোরা খুশির গীত।
যদি খাই মাংস পোলাও
প্রতিবেশির থাকলে ক্ষুধা
খুশি নয় মোদের রাসুল
নারাজ যে থাকেন খোদা।
রঙিন কাপড়, আতর মেখে
মনে মেলে দারুন সুখ
আরও সুখ পাই নামাজে
বুকের সাথে মিলিয়ে বুক।
মিলবে ঈদ সারা বছর
যদি চলি আল্লাহর পথে
রোজ হাশরে মিলবে দেখা
মোদের প্রিয় রাসুলের সাথে।