কর্ণফুলির গল্প বলা সাপ্তাহিক ধারাবাহিকে মনিরুল ইসলাম (পর্ব – ৫)

হেরফের

○-বাঃ ভালাে তো। তারপর-
○-আমার সন্দেহ হওয়াতে ওর একটা বন্ধুর সাথে যােগাযোগ করি। তখন সে আমাকে আর
○একটা সিমের নাম্বার দিল। আমি একটা অন্য ঘর থেকে যখনই য+|| -তাম ৩নই খতম ও
○ফান ব্যস্ত। যদি কখনও কল হয়ে যেত তখন আমি কথা বলতান ! ব! মিসডকল থাকলে ও আমাকে
○কলব্যাক করলেও আমি ফোন রিসিভ করে কথা বলতাম না।
○-তুই জানলি কী ভাবে যে ও অন্য ছেলের সাথে প্রেম করে ?
○-আমি বাড়িতে ফিরে ওর মােবাইল নিয়ে কল রেকর্ড এর অপসান অন করে ওকে দিয়ে দিলাম। একদিন পর আমি মােবাইলটা নিয়ে ওর সামনে কল রেকর্ড ওপেন করি। তখন ও আমার সাথে ঝামেলা শুরু করে দেয়।
○-ওর আব্বা জানলাে কিভাবে?
○-আমি ফোনটা ফেরৎ চাই। কিন্তু ও ফেরৎ না দিয়ে বাড়িতে যেয়ে ওর আব্বা-মাকে বলে আমি ওর পথ আটকে উলটো পালটা কথা বলেছি। ওর বাপ কিছু না জেনে আমাকে পরদিন হেসাে নিয়ে তাড়া করে।
○-তারপর মেম্বারের কানে কথাটা যায়। আর মেম্বার সাহেব শালিস ডেকে দিল, এই তাে?
○-হ্যা।
○-আচ্ছা, তুই ওকে যা কিনে দিয়েছিস তার বিল কার নামে ?
○-আমার নামে।
○-সেগুলাে আছে?
○-হ্যা, আছে।
○-ঠিক আছে তুই বাড়ি যা। কাল শালিসি সভাতে বিল গুলাে নিয়ে আসবি। তারপর যা করতে হয় আমিই করব।
○-আচ্ছা।
○রিন্টু বাড়ি গেল। পরদিন মােড়ের মাথায় শালিসি সভা বসল। লােকে লােকারণ্য। মােড়লরা সব
○একে একে চলে এল।শালিস শুরু হলে। মেম্বার কথা বলা শুরু করল।
○-বলো নবাব আলি কি সমস্যা?
○-সাজানের ছেলে রিন্টুর জন্য আমার মেয়ে ইস্কুলে, প্রাইভেটে যেতে পারে না। রাস্তায় বার হলে
○পথ আটকে নানা ধরনের কু-প্রস্তাব দেয়।ভয়ে আমার মেয়ে বাড়ির বাইরে যেতে পারে না।
○-আর কিছু বলার আছে?
○-না।
○- বড়াে মিঞা সব তাে শুনলাে, এখন কি করা যায় ?
○-মােল্লের পাে আছে, রহিম মিঞা আছে, দরবার মােড়ল আছে আরও সবাই তাে আছে। একটা
○সিদ্ধান্ত নিয়ে ফেল। খামখা আমার ঘাড়ে চাপাচ্ছ কেন ভাই।
○-আচ্ছা এক কাজ করাে তােমরা সবাই মিলে সিদ্ধান্ত নাও।
○মেম্বারের কথা শুনে সবাই কানে মুখ দিয়ে খুসখুস করে কি একটা আলােচনা করল। সবাই
○চুপচাপ দাঁড়িয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে মােড়লরা কি সিদ্ধান্ত নেয়। এক সময় বড়াে মিঞা বলে উঠল-
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।