মেহেফিল -এ- শায়র নাসিম আহমদ লস্কর

হারিয়ে যাবো

তোমাদের দেখে দেখে একদিন হারিয়ে যাবো
পৃথিবীর সমস্ত জৌলুস আমার থেকে মুখ ফিরিয়ে নেবে;
অনন্তের আহ্বানে সবুজের পৃথিবী আমায় বিদায় জানাবে
ক্রমে ক্রমে গিলে ফেলার শুদ্ধচেষ্টা চালাবে।
সভ্যতার সোনালি রোদে নিরাই বালক রোদ পোহাবে
রাখালের বাঁশি ক্লান্তদুপুরে নির্জীব আকাশের নিচে পড়ে থাকবে
তরুণীর সোনালি নুপূর প্রেমের আরতি জানাবে ।

গোধূলিলগনে হাঁসের দল কুঁড়েনীড়ে ফিরবে
বিরাম প্রহরে কাকেরাও ফিরতে আকুল হবে।
দিনান্তের ক্লান্তি শেষে আরজু-রাজুরাও ঘর পিয়াসী
হয়ে ফিরবে ঘরে।

দুচোখ নিভে যাবে সবার।
নিশি দেবতার কোলে সমর্পিত হবে সকলে।
অলিতে গলিতে প্রাসাদে কলোনিতে নেমে আসবে নীরবের ঘোর।

নীরবের পরিভ্রমণপালায় কোলাহল আবার ফিরবে।
পৃথিবীর বুক জেগে উঠবে আবার।
নীরব প্রভাতে, সরব দুপুরে, বিষণœ বিকেলে
ধূলাবালিও হেঁটে বেড়াবে অনন্ত কালের রথে।
কেবল আমি হারিয়ে যাব অনন্তলোকে
অন্ধকার এক নিরাই গর্তে।

Spread the love

You may also like...

error: Content is protected !!