মেহেফিল -এ- শায়র খাতুনে জান্নাত

মুঠো খুলে দেখি

মুঠোতে জলের অনু রোদরাঙা মেঘের উপমা
কাল-কালের ব্যর্থতা ও বিষমন্ত্রণা।
ঠুকরে ঠুকরে পা’র পাতা থেকে ক’ফোঁটা রক্ত ঝরে
গতির প্রবলতায় বিশ্বাসের ভিত নড়ে—
অভিজ্ঞা আলোতে লেখে চিরায়ত হিসাবের খাতা।
উজান-স্বজন টানে টানা সম্পর্কের গুন
কতবার ছিঁড়ে বাতাসের ঘূর্ণি
তারপরও নৌকা উদ্দীষ্ট ঘাটের কোলাহলে…
যেখানে জীবন নামক উদ্দীপনা হাট খোলে।
ঘনবর্ষণের আশায় আকাশ পারের ঢেউ গোনে—
অনুরাগে অনুরক্ত মুখ
প্রবল আবেগে একে-অন্যে কাছে এনে দেয় সুখ
বারোমাসি ফুল হ‘য়ে মুগ্ধতার ছন্দতাল শোনে।
শরীর-মনন ঘিরে আদিগন্ত ইতিহাস হাতের মুঠোয় বাঁধা সে কি!
স্টেশনে স্টেশনে কখনো সে মুঠো খুলে দেখি।
Spread the love

You may also like...

error: Content is protected !!