কবিতায় মনা বৈরাগী
সম্পৃক্তা
১
কী হবে নিখুঁত ভালোবাসায়!
ভুলে যাওয়ার ব্যমো ছিল তোমার
বৃষ্টি ধরারও
২
বর্ষা পেরিয়ে গেলে
বিচুলিরও প্রয়োজন থাকে না
কাঠামো নিমিত্ত মাত্র
৩
অভিভাবক হতে পার না কেন?
“মায়েরা পিছু ডাকলেও আশঙ্কা থাকে না”
৪
বাস্তুভিটা আঁকড়ে ধরি
ভবিষ্যত এঁকে রাখি কথায় কথায়
আর দেখা হবে আমাদের!
৫
পাতার খাঁজে খাঁজে
জমে থাকা ধুলো ধুয়ে গেছে
অথচ কোন সৃষ্টিকেই তুমি অস্বীকার করতে পার না
৬
মুহূর্তে মৃত্যুকে ডেকে আনো