তোমার শরীরের মিষ্টি গন্ধ
আমার শ্বাস-প্রশ্বাসে
থাকে ছড়িয়ে!
তোমার রিনিঝিনি চুড়ির শব্দে
হৃদয়ে আমার ওঠে ঝংকার,
ছুঁয়ে যায় ভাললাগা।
চোখের আড়াল হলে
হৃদয় ক্যানভাসে তোমারই
মুখচ্ছবি ভেসে ওঠে বারংবার!
তোমার অস্তিত্বকে মেখে
তৃষ্ণার্তের সুনিবিড়
পিপাসা মেটাতে
শত জনমেও
তোমাকেই চাই আমি।
তোমার এলোমেলো
খোলা চুলের ইন্দ্রজালে
হারিয়ে মন,
তোমার মাঝেই
নিজেকে খুঁজি প্রেয়সীতমা।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন