• Uncategorized
  • 0

বিশ্ব কবিতা দিবসে রতন বসাক

বাঁচার উপায়

কি যে করবো ঘরে এখন
মন লাগে না কিছু,
দুনিয়া ভর করছে দেখি
করোনা যে পিছু ।
ঘরে বাইরে সমান বিপদ
কোথা যাবো বলো ?
সবাই বলছে বাঁচার জন্য
সাবধানেতে চলো ।
সর্দি কাশি গলার ব্যথা
হলেই তুমি জেনো,
রোগটা থেকে বাঁচতে হলে
নিয়মগুলো মেনো ।
দূরের থেকে কথা বলবে
প্রয়োজনে সবাই,
ভাইরাস যেন না ঢুকে যায়
নিয়ম হলো এটাই ।
সাবান দিয়ে হাতটা ধুয়ে
খাবার আগে নেবে,
বাইরে কভু যেতে হলে
মুখে মাস্কটা দেবে ।
যদি বোঝো উপসর্গ
ডাক্তারখানা যাবে,
সুস্থ হতে সময় মতো
ওষুধগুলো খাবে ।
প্রার্থনা যে করতে হবে
প্রভুর দোয়া পেতে,
তাঁর আশিষে করোনার রোগ
জগৎ থেকে যেতে ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।