বিশ্ব কবিতা দিবসে উৎপল বল্লভ (কাঙাল)
অপেক্ষা
নিঃস্বার্থ হতে গেলে যে মন চাই তার অপেক্ষা, ঠিক পাহাড়ে পলাশ ফোটার অপেক্ষা করার মতোই। কুমির ডাঙা খেলার সুখ আজ ফ্রেমে বাঁধা যায় না কিংবা বউ সাজিয়ে কচি মেয়ের স্বপ্নের ছবি মনে ধরে রাখা হয়না। ওই যে ওইদিন, দুটো মার্বেল হাতে পেয়েও পুরোনো কায়দায় মাত করা গেল না বন্ধুবর্গকে। সন্ধ্যায় সমুদ্র আর সূর্যকে নিজের বুকে টেনে নিতে চায় না।
থালায় সাজানো বঞ্চিত থেকে যাওয়া মুহূর্তগুলোর মাঝে ডান হাতের তর্জনি দিয়ে খুঁটিয়ে দেখছি কোনটা সংকট আর কোনটা আমার অপেক্ষা। উদ্যোগ, সহায়তা, সৌজন্যতা পাশাপাশি বসে একটা আয়োজন সাজানো গেলেও, বিশ্বাস ছাড়া আয়োজন সফল হয়না হয়তো। বিরাম নেওয়া যাবে বেশ কয়েকটা দিন, বাড়তে দেওয়া উচিৎ খীদে। শুধরে নেওয়ার কারণের অবয়ব ফুটে উঠবে হাত ঘড়িতে, সংস্কর্তা হবেন আমার বাবা’র ভুলগুলো। শুনেছি ওয়ারিশান সূত্রে শুধু সম্পত্তি পাওয়া যায় না, পাওয়াও যায় চারিত্রিক গুণাবলী কিন্তু ভুলগুলো নয়।