বিশ্ব কবিতা দিবসে আলো বসু
by
·
Published
· Updated
ঘর
একাগ্র চিত্তে জল ঢেলে তোমার খোঁজে বেরিয়ে পড়ি সংসার থেকে সে তো আজকে নয়!
মোহতাপে নামকীর্তনের রসকলিতে তোমার নাম ফোটাই , টলটলে প্রিয় মুখ , স্নানের ঘাট !
তোমার খোঁজ সহজে পায় না বলেই লোকে গাছের কাছে , ফুলের কাছে, চাঁদের কাছে ইনিয়ে বিনিয়ে যায় , কথার তারাবাতি জ্বালায়
তুমি আছো জানলে এই মুখ চাঁদ মুখ, কলঙ্কের উপমা ছুঁড়ে মারলেই বা ক্ষতি কী !
এইসব পথের গল্পের ছোঁয়া ছানি সংসারে চলে না , পড়ে মুখ ধুয়ে ফেলে পাঠককুল
একথা জানা সত্বেও বারবার একাগ্রতায় জল ঢালি, বেরিয়ে পড়ি তোমার খোঁজে