বিধায়ক ভট্টাচার্যর কবিতা by TechTouch Talk · Published August 18, 2019 · Updated August 18, 2019 স্মৃতির স্মরলিপিএখোনো কোমল পা এর ছাপটা মুছে যায় নিভেজা বালি তটে খোদাই করা যেন৷সময়ের ঢেউ আসে নি এখনও,ধুয়ে যায় নি স্মৃতির স্মরলিপি টা!!এইখানেই সে এসেছিলো সমুদ্রের কাছে৷কানাকানি করে কী যেন বলে গেলো?গাঙচিলটা ঐ দিগন্তের নীলিমায় হোলো লীন৷মাস্তুলটা মিলিয়েছে ঘোলাটে লোনা হাওয়ায়!!তারপর থমকে গেলো যত ঢেউ৷অভিমান ভরা তটভূমি সফেন৷নুলিয়ার দড়ি শিথিল হোলো৷দূরে বাতিঘর জুড়ে রহস্য ঘন অন্ধকার!!Spread the love
0 জন-জনি জনার্দন সাপ্তাহিক ধারাবাহিকে তৃষ্ণা বসাক (পর্ব – ৩১) May 23, 2020 by · Published May 23, 2020 · Last modified August 2, 2020