প্রয়াণদিবসে শ্রদ্ধা
জাক দেরিদা। ফরাসি দার্শনিক। আজ, ৯ অক্টোবর তাঁর প্রয়াণ দিবস। ২০০৪ সালে আজকের দিনে প্রয়াত হন। জন্মেছিলেন ১৯৩০ সালের ১৫ জুলাই, আলজিরিয়াতে।
দার্শনিক দেরিদা ডিকনস্ট্রাকশন তত্ত্ব নিয়ে আলোচনার জন্য বিখ্যাত। কোনো একটি টেক্সট এবং তার অর্থ উপলব্ধি করার একটি পদ্ধতি হল ডিকনস্ট্রাকশন। একটি নির্দিষ্ট টেক্সটে ভাষার ব্যবহারকে খুঁটিয়ে দেখে, তার ভিতরের দার্শনিক বক্তব্যকে তীক্ষ্ণভাবে নজর করে, গূঢ়তর অর্থ অনুধাবনের পদ্ধতি হল এই ডিকনস্ট্রাকশন। প্রথানুগত চিন্তার জাল ছাড়িয়ে কোনো বিষয়কে লক্ষ্য করাও ডিকনস্ট্রাকশনের অন্যতম বৈশিষ্ট্য।
লিখেছেন – মৃদুল শ্রীমানী