কবিতায় পৃথা চট্টোপাধ্যায়
by
TechTouch Talk
·
Published
· Updated
শব্দ চয়ন
সুগন্ধি বাতাস এসে গেঁথে নেয় অনুপ্রাস
কবিতার অলঙ্কার হয়ে
বিলি কাটে মধ্যবিত্ত সুখ
ভালোবাসা পার হয় গুটিপায়ে অগুন্তি ধাপ
স্মৃতির হাওয়ায় ওড়ে কমলা রঙের কতো রোদ
শব্দের ডিঙিতে বেয়ে নিরন্তর যায় কিছু শোক
জীবনের ক্ষতচিহ্ন উপপদে যায় না মিলিয়ে
ঠুনকো আবেগে কাঁপে সুখ
মালিকানা দেয় ছেড়ে ব্যাসবাক্য উদ্দেশ্যবিহীন
কিছু শব্দ জড়ো করি শিউলি সকালে …
বসন্ত বকুল কিছু নিই…
রাঙা করি পলাশেরও রঙে…
শব্দ চয়ন করি কর্মধারয়ে।