• Uncategorized
  • 0

পুস্তক আলোচনায় মাসুদার রহমান

সুবীর,

তোর কবিতার বই ‘লোক সংগীত শুনি’ টানা পড়ে ফেললাম। তোর কবিতাপাঠে আমার যে অনুভূতি হয়, যেন এক নির্জনতম পথ হেঁটে এলাম। এক বিষাদমাখা পৃথিবীর রোদমেখে কোথায় আমি যাচ্ছি! তারপর একটি একাকি সন্ধ্যা সামনে রেখে চুপচাপ বসে থাকা। তোর এই বইয়ের কবিতায় কিছু পরিবর্তনও বোঝা গেলো। যেটা ভালো লাগায় বাড়তি যোগ। কবির নিজস্ব স্বর দাঁড়িয়ে গেলে অনেক সময় পাঠকও ভুল বোঝেন। ভাবেন, কবির কবিতা যেন একই রকম হয়ে যাচ্ছে। এ নিয়ে কবি সিকদার আমিনুল হক’কে এক পাঠক একবার বলেছিলেন, ‘অনেক দিন হয় সিকদার আমিনুল হকের কবিতা লিখছেন, এবার একটু অন্যরকম লিখুন না’। শুনে সিকদার আমিনুল হক চুপ করে ছিলেন। এই রসিকতার গল্পটি এ জন্যই বললাম, তোর কবিতার নিজস্ব ভাষাবয়ন। এমন ভাষা পৃথিবী ক’জনের হয়?
Spread the love

You may also like...

error: Content is protected !!