পরিবেশ দিবসে কবিতায় বিদ্যুৎ রাজগুরু
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
পরিবেশ দিবস

ফুরিয়ে যাচ্ছে অফুরন্ত সবকিছু
তবুও স্বপ্নসুখে বিভোর অসুর
ছানিপড়া চোখে দেখছি পৃথিবীর ক্ষত
আকাশের এখন ভীষণ অসুখ।
সেতুবন্ধনে বেঁধেছি নদীমুখ
শিকড় ছিঁড়েছে নাগরিক সুখ।
আকাঙ্ক্ষায় নীল হয়ে যায় শিরা
চোখের তারায় বেদনার নুন ভরা
চিমনির ধোঁয়া গিলছে গোটা আকাশ
মেঘের শরীরে নেই রোদ
কংক্রিটের জঙ্গলে
হাঁসফাঁস করে প্লাবনের স্রোত।
ধুলোমাটি নেই কোথাও এতটুকু
প্রত্ন হয়ে শীতঘরে সুখে থাকে
ধ্বংসাবশেষটুকু।
চেরাপুঞ্জির ধার করা মেঘ
হারিয়ে যায় ম্যানমেড
গোবি সাহারায়,
‘পরিবেশ দিবস’আর কত দিন বাঁচবে?
বাৎসরিক স্মরণ সভায়।