• Uncategorized
  • 0

“নারী-দি-বস” উদযাপনে শ্রীদর্শিনী চক্রবর্তী

সব ঝুঠ হ্যায়

তাকে গিয়ে বলে এসো রাত্রির তারুণ্যের কথা
তাকে গিয়ে বলে এসো শেয়ার বাজারে কত লাভ হল আজ,
অথবা দুপুরভাতে সোনালী মাংসের ঝোল কতখানি তৃপ্তি করে খেলে
আগামী সফরে স্পেন, অথবা পেরুর দিকে গেলে
কোন পথে লং ড্রাইভ হবে
কিংবা উইকেন্ডে সেই ছোটখাটো গ্রামে গিয়ে ভুট্টাক্ষেতের ধারে 
রেডওয়াইন বিধৌত কতখানি ঘন চুমু ছিল?
তাকে গিয়ে বলে এসো সব দাঙ্গাখেলা
সাময়িক, তুচ্ছ ঘটনা
কদিন বাদেই সব বিনোদনে মায়া হয়ে যাবে
পোড়া ঘর, ভাঙা আলো, মৃত্যুভয় সমস্ত বেবাকঝুঠ হ্যায়“!
একখানা পুড়ে যাওয়া পায়ের খন্ড নিয়ে
অপেক্ষায় আছে যে মেয়েটি, পিতার অবশিষ্ট শরীরের

 

রাত কী রানী

অচেনা মুখ,
মুখে প্রণয়,
প্রণয়ে যায়
অন্ধকার যত।
ভিতরে তার
যত অভাব
যত্নে থাক
সন্ধেকার মত।
সে শুধু নীল
রাতগুলোয়
কালশিটের
দস্তখত নিয়ে,
পেরিয়ে যায়,
নতস্বভাব,
আঙুলে ভুল
স্মৃতিপাথর দিয়ে।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।