“নারী-দি-বস” উদযাপনে শ্রীদর্শিনী চক্রবর্তী
সব ঝুঠ হ্যায়
তাকে গিয়ে বলে এসো রাত্রির তারুণ্যের কথা।
তাকে গিয়ে বলে এসো শেয়ার বাজারে কত লাভ হল আজ,
অথবা দুপুর–ভাতে সোনালী মাংসের ঝোল কতখানি তৃপ্তি করে খেলে।
আগামী সফরে স্পেন, অথবা পেরুর দিকে গেলে
কোন পথে লং ড্রাইভ হবে —
কিংবা উইকেন্ডে সেই ছোটখাটো গ্রামে গিয়ে ভুট্টাক্ষেতের ধারে
রেড–ওয়াইন বিধৌত কতখানি ঘন চুমু ছিল?
তাকে গিয়ে বলে এসো এ‘সব দাঙ্গা–খেলা
সাময়িক, তুচ্ছ ঘটনা —
কদিন বাদেই সব বিনোদনে মায়া হয়ে যাবে।
পোড়া ঘর, ভাঙা আলো, মৃত্যুভয় সমস্ত বেবাক “ঝুঠ হ্যায়“!
একখানা পুড়ে যাওয়া পায়ের খন্ড নিয়ে
অপেক্ষায় আছে যে মেয়েটি, পিতার অবশিষ্ট শরীরের।