নারী-দি-বস! ইয়েস!আমাদের সকলের কাছেই প্রথম স্পর্শ, প্রশ্রয় বা উচ্চারণ মা!
মাতৃঋণ জীবনেও শোধ করা যায় না। শোধ করা যায় না তার ত্যাগ,তিতিক্ষার কিছুই।
দেশে দেশে এখনো মায়েরা কত অসহায়! খ্রিস্টের জন্মের ২০২০ বর্ষতেও পৃথিবীতে নারীদের জন্য বিশেষ একটি দিবস করতে হচ্ছে, এ কি কোনো সুখের কথা! পৃথিবীতে আর কবে আসবে সেই বছর, যেবছর থেকে আর কোনো বিশেষ দিন তাদের জন্য উদযাপিত করতে হবে না।জানিনা, জানিনা কতদিন কতযুগ সেই অপেক্ষা!
আসুন না,নিজের মা,অন্যের মা,প্রতিবেশিদের মা,নিজ সন্তানের মা—- আজকের মা,আগামীর মা, পৃথিবীর সব মায়েদের জন্য আমরা শুধু মানবধর্ম পালন করি।নারীকে নারী নয় শুধু মানুষের সম্মান দিই। তাদের প্রতি করুণা নয়,আহা-উহু নয় তাদের মানুষের সম্মান দিক সমাজ। বাকিটা তারা নিজেরা বুঝে নেবেন, সেই আস্থা ও ভরসা থাক।
পুনঃ-নারী-দিবস উপলক্ষে আমরা লেখা চেয়েছিলাম, আপনারা উজাড় করে ভালোবাসা দিয়েছেন,লেখা পাঠিয়েছেন।আমরা দুঃখিত, সব লেখা প্রকাশ করা সম্ভব হলো না। নির্বাচিত লেখাগুলি- শনিবার সাহিত্য ক্যাফে, রবিবার সাহিত্য হইচই ও সোমবার সাহিত্য কাঞ্চনে প্রকাশিত হবে।
শুধু শনি-রবি-সোম নয় সবদিন হোক নারীদের, মায়েদের।হ্যাঁ,ওরাই তো আমাদের প্রকৃত বস, সাহস,ভরসা। রবিবার শুধু নারীদের সৃজন দিয়েই আমাদের নারী দিবস উদযাপন।
পাঠক সঙ্গে থাকুন পড়তে থাকুন লিখতে থাকুন
দৈনিক টেকটাচ টক
বাঙালির সাহিত্য ঠেক।