ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে কথা বলতে গেলেই প্রথম সারিতে রাখতে হবেই এই রাগটিকে। বিলাবল প্রথমে গুজরাটি তে ভীরাভল ছিলো । এটি প্রধানত উত্তর ভারতীয় শাস্ত্রীয় সংগীতের অন্তর্ভুক্ত একটি রাগ। বিলাবল রাগটি বিলাবল ঠাটের প্রধান রাগ।
বিলাবল কে রাগমালা তে ভৈরবের পুত্র রূপে দেখানো হয়েছে তবে এই দুটি রাগের মধ্যে কোনো মিল নেই বলে দেখা গেছে ।
বিলাবল রাগটি গাইবার সময় নির্ধারিত হয়েছে দিনের প্রথম প্রহর। এটি একেবারেই সকালে গাওয়া হয়ে থেকে এবং এই রাগে সকালে প্রধানত প্রার্থনা সংগীত গীত হয় ।
এই রাগের বাদী স্বর ‘ধা’ সমবাদী স্বর ‘গা’ ।
এই রাগেই আমাদের জাতীয় সঙ্গীতটিও গীত হয়ে থাকে।।