দিব্যি কাব্যিতে পলাশ চৌধুরী

অর্ধেক
জিওল সন্ধ্যার মতো সে রতি
আধতাঁত গ্লিসারিন মেশা
বীজ বীজ পরিচয়
পরিশ্রম নেহাতই ভয়
বিতর্ক বিতরণ
নাকচ হ্রদের পাশে
নব সূর্যোদয়
এ তাপ বিশল্যকরণী ছাড়া আর কিছুই নয়
অথচ সময় বয়
জ্যামিতিক নকশাও ফিজিও সংখ্যা হয়
সংসারে বিশপ এসে বসে
আর—
একটা ম্যারাথন চিৎকার হয় যৌন যৌনপ্রহরে