সেই তো একই জিনিস…
একটু অন্য মাত্রায় বাঁধা…
কিম্বা অন্য ধাতুতে…
কিছু চক্রান্তের পাঁচফোড়ন
মাঝে মাঝে….
তবুও বিশ্বাস টলে না…
টালটামাল চারিদিকে
বিপর্যয়ের গন্ধ…
দুর্বৃত্ত প্রেম কাড়াকাড়ি চায়…
আমি সাঁকো পেরিয়ে নি:শ্বাস খুঁজি…
চারিদিকে তখন চেনা অন্ধকার….
নূপুরের ধ্বনি…