• Uncategorized
  • 0

দিব্যি কাব্যিতে কল্যাণ চট্টোপাধ্যায়

নতুন নদীর স্রোত

মা-গার্জেনদের সাথে বাবা-গার্জেনরা
পরীক্ষাকেন্দ্রের বাইরে বসে বিরিয়ানি খাচ্ছেন
আর পরীক্ষাকেন্দ্র ভেতরে ভেতরে ভীত—
সন্ত্রস্ত প্রশ্নপত্র নিয়ে

মা-গার্জেন ও বাবা-গার্জেনরা ছেলে ও মেয়েদের ভবিষ্যৎ নিয়ে চিন্তায়
সামনে অনন্ত আকাশ—

শিমুল ও পলাশে আসা বিক্ষিপ্ত বসন্ত
হালকা রোদ
অদূর রাস্তার বাহনহর্ন
আর কিছু পেলব গল্পের ভেতর ফিকে হচ্ছে
বাবা ও মায়েদের
মধ্যবয়সের গাঁটের ব্যথা, সুগারের বারন
কর্তব্যের সূক্ষ্ম বেড়া

প্রথম আলাপ হওয়া মা ও বাবা গার্জেনরা
এখন ভেসে যাচ্ছেন নাম না জানা এক নতুন নদীর স্রোতে

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।