জন্মদিনে শ্রদ্ধা
ইংরেজ লেখক হারবার্ট জর্জ ওয়েলস, এইচ জি ওয়েলস নামেই বিখ্যাত, সাহিত্যের কল্পবিজ্ঞান ধারার অন্যতম পথিকৃৎ, তাঁর আজ জন্মদিন। ১৮৬৬ তে জন্মেছিলেন। দি টাইম মেশিন, দি ইনভিজ়িবল ম্যান তাঁর বিখ্যাত বই। ৭৯ বৎসর বয়সে ১৩ আগস্ট, ১৯৪৬ তারিখে তিনি প্রয়াত হন। লেখকের এই ছবিটি ১৯২০ সালে তোলা।
লেখা – মৃদুল শ্রীমানী