বাংলার নয়, ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। ১৮২৮ থেকে ১৮৩৫ অবধি তিনি ওই পদে অধিষ্ঠিত ছিলেন। ১৮২৯ সালে সতীদাহ প্রথা রদ করার লক্ষ্যে তিনি বেঙ্গল সতী রেগুলেশন অ্যাক্ট আনেন। রাজা রামমোহন রায়ের গড়ে তোলা আন্দোলনকে শ্রদ্ধা ও সমর্থন জানিয়ে এই আইন আসে। কন্যাভ্রূণহত্যা ও নরবলির মতো কুৎসিত প্রথা রুখতে তিনি কাজ করে গিয়েছেন। উইলিয়াম হেনরি স্লীম্যানের সহযোগিতা নিয়ে ঠগীদমন তাঁর একটি উল্লেখযোগ্য কাজ। টমাস ব্যাবিংটন মেকলের পরামর্শ নিয়ে তিনি ইংরেজি ভাষায় শিক্ষাদানের ব্যবস্থা নিয়েছিলেন। ১৮৩৫ সালে ইংলিশ এডুকেশন অ্যাক্ট চালু হয়। কলকাতা মেডিক্যাল কলেজ গড়ে তোলার কাজেও লর্ড বেন্টিঙ্ক ভূমিকা পালন করেন।
আজ লর্ড বেন্টিঙ্ক এর জন্মদিন। ১৭৭৪ সালে জন্মগ্রহণ করেন। ১৮৩৯ সালের ১৭ জুন তারিখে তিনি প্রয়াত হন।