জন্মদিনে শ্রদ্ধা – কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়

আজ কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের শততম জন্মদিনের শ্রদ্ধা
মুখে যদি রক্ত ওঠে
বীরেন্দ্র চট্টোপাধ্যায়
মুখে যদি রক্ত ওঠে
সেকথা এখন বলা পাপ।
এখন চারদিকে শত্রু, মন্ত্রীদের চোখে ঘুম নেই।
এ সময়ে রক্তবমি করা পাপ ; যন্ত্রণায় ধনুকের মতো বেঁকে যাওয়া পাপ ; নিজের বুকের রক্তে স্থির হয়ে শুয়ে থাকা পাপ।
কাব্যগ্রন্থ : মুখে যদি রক্ত ওঠে।
প্রথম প্রকাশ : ১৩৭১
আজ কবির শততম জন্মদিন।
ঢাকার বিক্রমপুরে ১৯২০-র ২সেপ্টেম্বর তাঁর জন্ম।আজীবন সুন্দর সমাজ গঠনের স্বপ্নকে অবলম্বন করেই তাঁর সৃজন।তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘গ্রহচ্যুত’ তাঁকে কবি পরিচিতি না দিলেও ‘রানুর জন্য’ গ্রন্থে পেয়েছেন পাঠকদের স্বীকৃতি। ‘উলুখড়ের কবিতা’, ‘সভা ভেঙে গেলে’, ‘মানুষখেকো বাঘেরা বড় লাফায়’ , ‘এই জন্ম জন্মভূমি’,’লখিন্দর’, ভিয়েতনাম ভারতবর্ষ, ও অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে ‘বেঁচে থাকার কবিতা’, ‘আর এক আরম্ভের জন্য’ র কথা বলতে হয়। আজীবন আধুনিক বাংলা কবিতার জন্য তাঁর চিন্তা যে কত প্রাসঙ্গিক আজও তা তাঁর কবিতা পড়লেই জানা যায়। সম্মানিত হয়েছেন রবীন্দ্র পুরস্কারে।
জন্মদিনে কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়কে টেকটাচ টক টিমের পক্ষ থেকে জানাই অনন্ত শ্রদ্ধা।