ঠোঁটে বৃষ্টি বিন্দু নিয়ে উড়ে গেল যে বুনো হরিয়াল
তার উদ্দেশ্যহীন উড়ান মানে আজকের কবিতা !
এই হঠাৎ উধাও আলো , ওই জ্যাকেট গায়ে অন্ধকার , শহরের পথে একাকী জ্যোৎস্নার আরেক নাম কবিতা।
এক মুঠো মন খারাপ আলনায় টাঙিয়ে রেখে ঘুমিয়ে পড়েছে যে মেয়েটি তারও নাম কবিতা ।অন্ধকারে একাকী জ্বলছে যে জোনাকি তাকে আমি কবিতা নামে ডেকে আত্মানুসন্ধানে ঢুকে পড়ি , ঝেড়ে ফেলে দিই সমস্ত পিছুটান।
আমি ওই পল্লীকবির উঠোনে ঝিঙে মাচায় উড়ে আসা প্রজাপতিটিকে
কবিতা বলে জানি।
২.
আমার লেখালেখি
আমি প্রতিদিন তোমাকে লিখি। তোমার কথা মানে তো নদীর কথা
অশরীরী ঢেউ ভাঙার শব্দ গাঁথা
ঘাটের গল্পে নুড়ি বালি, দেখা না -দেখা রূপকথা
ডুব কথা__চুপকথা!
এমন কিছুই না, ওই তোমার রূপের উচ্ছলতা
যৎসামান্য চোরা টান, চোখের কোণে নেচে উঠা মন উদাস,
এই সব!
আমি প্রতিদিন তোমাকে দেখার, তোমাকে আঁকার__তোমাকে লেখার যারপরনাই
ভান করি!
প্রতিদিন তোমাকে নয় , তোমার ভেতরে লুকিয়ে থাকা আমাকে লিখি