• Uncategorized
  • 0

সাতে পাঁচে কবিতায় গৌতম অধিকারী 

মন খারাপের পদাবলী

যদি মৃত্যু নামে শিকারী মেঘের মতো নির্ভুল,
লক্ষ্য তার উন্মাদ বাতাসে লাট খায়
খ্যাপা জল্লাদের মতো, তবুও অনিবার্য এইসব
আকাশ-মাটি-জলের দেশে স্মৃতিগুলো রেখে যাই।
এখানে নদীর শরীরে কুয়াশা-যাপন,
মহাপ্রলয়ের বিষাদ-ঘুম ডেকে এনে ঘিরে ফেলে।
তবুও কলমীর সিক্ত-সবুজে মায়ের আঁচলের
আল্পনা আঁকা। এখানে নিশ্চিত মৃত্যুর দেশও
অনাবিল জীবনের পদাবলী গায় একা।
এ বড়ো নিষ্ঠুর সময়, মানুষ একা হতে ভালোবাসে।
পৃথিবী মারীর দেশ, ভেবেছে কি কেউ কখনও ?
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।