মাঝে মাঝেই মনে হয়,তোমায় রেখে দিই আমার দু হাতের মুঠোর ভিতর।যেখানে তুমি নিশ্চিন্তে জিরিয়ে নেবে দু দন্ড!!!
জানি তুমি ভুলে গেছো,
চোখ তুলে আকাশ দেখে থমকে যেতে হয়…খানিক ভ্যাবাচ্যাকা খেয়ে ভুল করে ফেলতে হয় অকারণ!!!
বলে দিতে হয়,”ক্লান্ত আমি,থামতে চাই খানিক…
ফিরতে চাই আমার চেনা গলিটায়,
আমার নোনা ধরা সাদাটে দেওয়ালের একতলার ঘরখানায়,”
বলে দাও…একটু ছুটি চাই এবার!