• Uncategorized
  • 0

খবর আছে -তে অমর্ত্য বিশ্বাস

পাঠাগার পরিদর্শনে গ্রন্থাগার মন্ত্রী
অমর্ত্য বিশ্বাস , বাগদা : হেলেঞ্চা প্রগতি সাধারণ পাঠাগারের পরিদর্শনে এলেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী l উত্তর ২৪ পরগনার বাগদা থানার হেলেঞ্চাতে রয়েছে এই পাঠাগারটি । বহুদিন ধরেই অগোছালো পরিবেশে নানা সমস্যার মধ্য দিয়ে কোন রকমে টিকে রয়েছে এই গ্রন্থাগারটি  । পাশাপাশি সঠিক বইয়ের যোগান না দিতে পারায় কমেছে পাঠক সংখ্যাও l এদিন গ্রন্থাগার পরিদর্শন করতে এসে সব খতিয়ে দেখলেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। পাশাপাশি তিনি সাধারণ পাঠক ও জনপ্রতিনিধিদের নানা অনুরোধ শুনে আগামীতে পাঠাগার উন্নতির জন্য সরকারি পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেন এবং তিনি আরও জানালেন পুরনো দিনের এই পাঠাগারের উন্নতি সাধনের জন্য সব রকমের সহযোগিতা করবে গ্রন্থাগার দপ্তর ।
Spread the love

You may also like...

error: Content is protected !!