কাব্য কথায় তনিমা হাজরা
by
·
Published
· Updated

আমি তনিমা হাজরা। লিখি কবিতা, গল্প, অনুগল্প, মুক্তগদ্য, প্রবন্ধ।
অণুকবিতা Series ১
(১)
পাখির পায়ের ছাপ
মুছেছে বৃষ্টির জল
এখন স্বচ্ছ আকাশ প্রহরীবিহীন ।।
(২)
রাতের শিলাবৃষ্টির
দাঁতের ঘর্ষণ
স্বপ্নের দ্রবণে মিলেমিশে চুপ।।
(৩)
রাতের হাস্নুহানা হাসে,
মানুষ জানেনা সাপের ঘাম তার
প্রিয় সুগন্ধি।।
(৪)
শিশুরা বাটিতে খুঁটে
নক্ষত্র সেদ্ধ খায়
ভাত অধুনা বড় দুর্লভ।।
(৫)
হামাগুড়ি দিয়ে হাঁটে
ফুলের পরাগ
প্রজাপতিকুল মরে গেছে বহুকাল।।
(৬)
সারি সারি মানুষের শব
কাঁধে পাখিরা সন্ধ্যেবেলা
ক্লান্ত হয়ে ঘরে ফেরে।।
(৭)
আকাশ কতটা গভীর
পাইনের বন জানে
নীলাভ অধরা অভিমানে।।
(৮)
অবসর মানে
শৈশব খুঁড়তে যাওয়া
অতঃপর ।।
(৯)
মৃতবীজ প্রতিবেশী স্ফুটিত সবুজের বিশ্বস্ত ধাইমা,
ক্ষিদের উপকরণ।।
(১০)
পাথরের ভাস্কর্য জানে
সে মৃত নয়, শিল্পীর স্বপ্ন
মেখে ঘুমন্ত অবয়ব।।
(চলবে)