কবিতায় রূপসা মুখার্জী

জীবন
একটা সোনার আংটির ভেতর
আটকে আছে গোটা জীবন।
আংটির ভেতর দিয়ে
আমি শুকতারা দেখি
ঝাপসা আংটি দিয়ে
খসে পড়ে নোন্তা।
আংটি আমার আনাজ কাটে
জড়িয়ে থাকে
থোকা থোকা সহবাসে।
কখনও চড়া রোদের দুপুর
কখনো ভেজা শাড়ি
আঁচলে আঁচলে লেগে যায় গাঁটছড়া।
আংটি কখনও মসৃন
কখনও জৌলুসহীন।
কখনও ছড়িয়ে পড়া ভাবনা
ভারী যত্নে জড়িয়েছে আঙুল
জড়িয়েছে সোনা নদীর পাড়।
দেখা
প্রথম দেখা আশ্বিন মাস
প্রথম দেখা কাশ
প্রথম তোমার চোখের ছোওয়ায়
হীরের নাগপাশ
প্রথম তোমার কাছে আসা
প্রথম দেখা মুখ
প্রথম তোমার ভালোবাসায়
জড়িয়ে ধরা বুক
সেদিন ছিলো শিউলি বনে
আগুন পূর্বাভাস
আজও সেই আগুন মনে
আলোর সর্বনাশ।