কবিতা -তে জয়ন্ত চট্টোপাধ্যায়
অন্য পুরন্দর
খ্যাতি বা অখ্যাতির সীমার বাইরে
একটি শীর্ণা নদী বেঁচে যেতে পারে।
অভিধানও তাকে উপ বলে দমিয়ে দিতে চায়।
কতটা সবুজ তার জমাট চাদর কতবার
দামাল হাওয়া তার লজ্জাবস্ত্রে টান দেয়
পরিদেহের রত্নভাণ্ডার আগলাতে তার
প্রকৃত যৌবন-তরল গড়িয়ে যায় নিম্নগামী
আকাশ বাতাস গাছ সব দেখে নেয়।
তবু সে দৈনন্দিন সংসার পাতে।
বিবিধ পদচিহ্ন ভেঙে দিলে চাবুক ঢেউ
কয়েকটি আত্মঘাতী দাগ লতার সুখে
ধরে নেয় বিরহের হাত।
এই যে অবিরল কথা বলাবলি ক্ষীণকণ্ঠ সুর
কয়েকটি পাখিও চেনে প্রতিবেশীজন
পুরন্দরের বারোমাস্যা গুনগুন বাজে।