কবিতা -তে আমিনুল ইসলাম

পূর্ব আভাস
ক্যাকটাসের শরীর থেকে বিলুপ্ত হচ্ছে সবুজ
সব সবুজ মেখে নিতে প্রস্তুত ধান গাছ
কচু পাতায় শিশির দেখে ভাবি বৃষ্টি হয়েছে
মরুভূমির মরিচিকার অন্তরালে বসবাস রত চোখ
এভাবেই দেখে ফেলে কৃষ্ণচূড়ার ঘুম
বিকেলের সূর্য আঁকতে চোখের নীচের রং – অংশ নিলে
দু-এক ফোঁটা জলের সহাবস্থান ফিকে করে তোলে আবহাওয়ার পূর্বাভাস-
এভাবেই পেরুর শরীরে সন্ধ্যা নেমে আসতো মালতী হয়ে-