কবিতা – গৌতম রায়

বিদ্যাসাগর২০০/বিশেষ সংখ্যা
ঈশ্বরচন্দ্রীয়
শুনেছি তেরোতে সিঁথিতে সিঁদুর দিয়ে
অগ্নি সাক্ষী রেখে
মাকে নিয়ে এসেছিলেন বাবা
মা-র ষোল বছরে জন্ম আমার
ঈশ্বরচন্দ্র আজ আপনার উত্তরসুরী
সরস্বতী ,বীণা কালিন্দীরা
আঠারোর আগে বিয়ের পিঁঁড়িতে বসাতে চাইলে
গর্জে ওঠে প্রতিবাদ
পিছু হটতে হয় তথাকথিত কন্যা দায়গ্রস্ত বাবাকে
আজ তারা মহাবিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ের গ্যালারিকে আলোকিত করে রাখে
ক্যানভাসে তাদের দুঃসাহসীকতার
পুরস্কার আঁকা হয়
আজ মৌসুমী চৌধুরীর ছৌয়ের নবতম চালে
লড়াইয়ের পথ দেখে নিশিথ সূর্যেরদেশ
সিঁথির জৌলুস হারানো মানবী
একদিন নতুন বন্দরে বাঁধে জলযান
জানে জীবন মানে যেকোনো দিন
যেকোনো বিরাম থেকে
নতুন করে শুরু করা যায়