অর্ধশতাব্দীর বেশি সময় ধরে লিখে আসছেন ছোট-বড় হাজারো পত্রিকায় । কবি, ছড়াকার, প্রাবন্ধিক । বহু গ্রন্থের প্রণেতা, একাধিক পত্রিকার সম্পাদক, অবসরপ্রাপ্ত সরকারি চিকিৎসক ও আধিকারিক ।
বিদ্যাসাগর২০০/বিশেষ সংখ্যা
বিদ্যাসাগর
তোমার উচ্চতা কি হিমালয়ের মাথাকেও অতিক্রম করে যায়?
নতুবা আমার ঘাড়টা পিছনের দিকে তিরিশ ডিগ্রি ভেঙেও
কেন খালিচোখে তোমার মাথা দেখতে পাই না?
তোমার গভীরতা কি মহাসাগরের চেয়েও গভীর?
নতুবা কেন আমরা ডুবুরি হযেও
তোমার তল মাপতে পারি না?
আসলে, আমরা তোমাকে অনেক দূর থেকে দেখেছি তো!
তাও খালিচোখে বা উপনেত্রে নয়, ঠুলি বেঁধে ।
তোমার সাগরে দানপাত্র ভেসে যায়,
বিদ্যার মঞ্জুষা ভেসে যায়; আমরা ধরতেও পারি না!
সমাজের আনাচে-কানাচে তোমার যে পদসঞ্চার
তা আমাদের কানে প্রবেশই করেনি, কারণ,
এখনও ঈগলের ভয়ে ইঁদুরছানারা গর্ত খোঁজে,
অজগর এখনও আমাদের তাড়া করে বেড়ায় ….
করুণার সাগর বিদ্যাসাগর, তোমাকে যে প্রণতি জানাব
সে যোগ্যতাও আমাদের নেই! এখন শুধুই
তোমার পুজোর ছলে তোমাকে ভুলে থাকা ….