• Uncategorized
  • 0

কবিতায় হীরক বন্দ্যোপাধ্যায়

উপলক্ষ

যৌনতা উপলক্ষ মাত্র প্রধান এবং ঈপ্সিত
লক্ষ্য হল অপত‍্য ,ডিকেন্স বলেছিলেন
ফাঁকা কবরখানা,হা হা হাওয়া ঘুরছে
চেয়ার টেবিল মাইক্রোফোন সব ছেড়ে উঠে
এসেছে সবাই, বসেছে সভা …জয়ের জন্য মিথ্যা প্রতিষ্ঠা করা যায়, একজন বলল
কেন লর্ড বায়রন কেন ডি এইচ লরেন্স
লেডি চ‍্যাটার্লিস লাভার…
এমনকি হাতের কাছে এসে রবীন্দ্রনাথ
…আকাশে কী মুখ জাগে…
এতসবের পর ও স্ত্রী প্রজাতির একমাত্র কাজ
প্রজন্ম রক্ষা কে বলল এ কথা
একজন আরেকজনকে কটাক্ষ করল
যৌনতা একটি অতি প্রিয় নীল সাদা
চকচকে জামা যা কিনা পাগল আর ম‍্যাজিশিয়ানকেই মানানসই
দুরন্ত কামুক এবং প্রতিস্পর্ধী কবির
গায়ে যখন ওঠে তখন লকগেট ভাঙে বন‍্যাজলে
ধূসর পাহাড়তলীর কিনারা ঘেঁসে
কিছু কিছু গতকাল মহাকালের স্রোতে ভেসে যায়, যৌনতা উপলক্ষ মাত্র
প্রধান এবং শেষতম লক্ষ সন্তান…
একথা শোনা মাত্র সমস্ত শিল্প ফুৎকারে উড়ে যায়….
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।