কবিতায় হীরক বন্দ্যোপাধ্যায়
শত্রুরা সব বাজারে গেছে
আগামীকালের গল্প বলতে বলতে আমি তোমাদের কাছে এসে পড়লাম
শত্রুরা সব বাজারে গেছে
চলে যাওয়ার নিয়মাবলী তাদের আলাদা আলাদা শয়তানের মুখ থেকে
কন্ঠা থেকে পাজরের হাড় বের না করা পর্যন্ত
তাদের শান্তি নেই
ধুলোভর্তি রাস্তায় হাইওয়ের পাশে সম্পর্কের দেনা আর কতদিন থাকে
কতদিন থাকে পুনর্মুদ্রণের লিপ্সা
কেন তবে এই রহস্যময় ঘুড়ি মাঞ্জা দিয়ে ওড়াও
আজ দেখো দেবতাদের চোখে ও জল
বিশেষ চেনে না কেউ
ভয়ে ভক্তিতে ঝরে পড়া জলে
উড়ে যায় আকাশের নির্জনে
তবে বলো সমগ্রতা কাকে বলে
কাকে বলে অবলোকিতেশ্বর
জীবনের ব্যঞ্জণ নাকি সাবানের ফেনা
বিষাদ ও চঞ্চলতার মাঝে নেমে আসে
আমি অচেনা যুবা এ শহরে নতুন
এখন আমি ফিসফিস করে কথা বলব নিজের সঙ্গে নিজে,শত্রুরা সব বাজারে গেছে
চলে যাওয়ার নিয়মকানুন সব আলাদা আলাদা