কবিতায় হরেকৃষ্ণ দে
by
TechTouch Talk
·
Published
· Updated
প্রার্থনা
আমাকে পাথর দাও পাহাড় হবো
আমাকে জল দাও ঝর্ণা হবো
আমাকে কাঁকর দাও মোরাম রাস্তা হবো
আমাকে বালি দাও নদীচর হবো
আমাকে ঢেউ দাও সমুদ্র হবো
আমাকে সবুজ দাও গাছ হবো
আমাকে পাপড়ি দাও ফুল হবো
আমাকে পালক দাও পাখি হবো
আমাকে সুর দাও গান হবো
আমাকে ধ্বনি দাও শঙ্খ হবো
আমাকে নীল দাও আকাশ হবো
আমাকে লাল দাও রক্ত হবো
আমাকে স্পন্দন দাও হৃদয় হবো
আমাকে প্রেম দাও প্রেমিক হবো
আমাকে জীবন দাও জন্ম হবো
আমাকে চেতনা দাও মানুষ হবো
আমাকে দুঃখ দাও সুখ হবো
আমাকে অবহেলা দাও আদর হবো
আমাকে ঘৃণা দাও ভালোবাসা হবো
আমাকে নিঃস্ব করে দাও সব কিছুই পাবো