জন্ম ১৯৬৭ সালের ২ জানুয়ারি হুগলী জেলার ধনিয়াখালি গ্রামে। লেখালিখির শুরু খুব ছোটবেলা থেকেই। ছাপার অক্ষরে স্কুল ম্যাগাজিনে চিরাচরিত নিয়ম ভেঙেই প্রথম প্রকাশিত হয় "কেয়া" নামের একটি প্রেমের কবিতা। সাহিত্য নিয়েই পড়াশোনা। পেশায় গৃহশিক্ষক হলেও সাহিত্যই চব্বিশ ঘণ্টার ধ্যানজ্ঞান। মাসিক কৃত্তিবাস, একুশ শতক, ভাষাবন্ধন, প্রমা, কথাসাহিত্য প্রভৃতি পত্র পত্রিকায় লেখা প্রকাশিত হয়েছে। তুমি অনন্ত জলধি (কবিতা), বিমূর্ততার অনন্ত প্রবাহে (কবিতা সংক্রান্ত গদ্য)। সম্পাদিত পত্রিকা : ছায়াবৃত্ত এবং কাটুম কুটুম।
কালোদাগেরগভীরে
ঘুমিয়ে উঠে দেখলাম
বারান্দায় একটা গভীর কালো দাগ
চঞ্চল চড়ুইয়ের মতো শীতের রোদ
গোটা বাড়িটাকে চাদরের আচ্ছাদনে ঢেকে দিয়েছে
সপুত্র আন্দোলন এখন আপোষের পথে
বাতি নিভে গেছে বলে
কেউ আর জ্বালানোর সাহস দেখায় নি
মিনিট খানেকের মধ্যেই
গাছের মাথা থেকে রোদ সরে গেলে
অন্ধকার জেগে উঠবে
পথহারা পথিককে দেখে মনে হয়
কালো দাগের মাটিতে
কোনো একদিন বর্ষা উৎসবে
গাছেরা বেঁধে বেঁধে খুব কথা বলেছিল।