জন্ম বাঁকুড়া জেলার ঘোলা গ্রামে। বর্তমানে পড়াশোনা সূত্রে কলকাতায় থাকেন। কেমেস্ট্রিতে স্নাতক। লেখালেখির পাশাপাশি গান এবং নানারকম হাতের কাজ করে থাকেন। বিভিন্ন পত্রিকায় নিয়মিত লিখছেন। গদ্যের পাশাপাশি কবিতা, গল্প, উপন্যাসও লেখেন। প্রকাশিতব্য গদ্যের বই ''বারান্দা, ফেংশুই, আর...''
অভ্যাস
এই যে দু’বার না ভেবেই
আমার একটা আস্ত কবিতা
ভাগাভাগি করে নিচ্ছি তোমার সাথে,
এটাই কি আর কম পাওয়া?
কী বললে? শোধ?
শোধ দিতে চাইলে
শেষ ক’টা দিন চরম দুঃখ দিও,
যাতে ছেড়ে যাওয়ার পর
ব্যথা আমার দিনযাপনের খাদ্য-বস্ত্র হয়ে যায়…