কবিতায় স্বপন কুমার রায়
by
TechTouch Talk
·
Published
· Updated
উঠে দাঁড়াও
দাঁড়াতে না পার
হাঁটু গেড়ে বসো
এভাবে কতদিন শুয়ে থাকবে ?
বারুদের বিস্ফোরনের মতো ফেটে পড় –
স্বভাবে কালা সংবদ্ধ হোক
শুকিয়ে যাওয়া জিহ্বে লালা বেড়িয়ে আসুক
জাল বোনা হোক
পথ হোক মসৃণ —
পাহাড় থেকে সমতল ,সমতল থেকে উপত্যকা
কাদা থেকে উঠে আসুক তোমার চেয়ে দীর্ঘ তোমারি ছায়া |
তুমি হও ছায়াবৃত্তের অতন্ত্র প্রহরী
যাতে আলোতে অন্ধকার না মিশে,
তুমি যদি হাঁটু গেড়ে বসতে না পার
তাহলে তোমার মাটিতে ভবিষ্যত্ মরে যাবে
এখনি তোমার মুষ্টিবদ্ধ হাত হোক উদ্যত্ত
উঠে দাঁড়াও,
হাত ধরো,
সংবদ্ধ হও