কবিতায় সৌমিত্র চক্রবর্তী
by
TechTouch Talk
·
Published
· Updated
মনের খোঁজে
বলেছিলে মনকে বোঝাও।
এ কদিন, আঁতিপাঁতি ছানবিন।
ডাইরিতে কবিতার প্রত্যেক অক্ষর –
সপ্তদশী দিদিমার ফুলেল তোরঙ্গ –
ব্যাঙ্কভল্টের গোপন কোণ –
বোগেনভেলিয়ার গোড়ায় কোপানো মাটি –
পরিত্যক্ত অফিস ফাইল –
বিছানার নিচে কাগজের স্তুপ –
আলমারীর রহস্যময় ইশারার খাঁজ –
বারবিকিউয়ে জ্বলন্ত হৃদয় –
হাত পুড়ে গেছে শুধু
মন খুঁজে পাইনি কোথাও!
ও তো সেদিন জলতরঙ্গ বিকেলে
ফেলে এসেছি তোমার চিলতে বাসায় –
যা খুশি তুমিই বোঝাও!