কবিতায় সৌমনা দাশগুপ্ত

বিষদাঁত
হায়না ও সাপের সঙ্গে আড্ডা
চামড়ায় চকমকি রিভার্সাল লাইট
বিড়ি জ্বালিয়ে নাও কমরেড
আগুনের রং নীল হয়ে উঠলে
স্টোভ থেকে কেরোসিনের গন্ধ
মুছে যায়। মুছে যায় ভ্রুণসংবাদ
তবে খুলি, খুলে ফেলি রোদনপোশাক
ক্যাটাস্ট্রোফিক ঋতুগুচ্ছ থেকে
বিষদাঁত, মাংসইশারা
কে কার শামাদানে জ্বালিয়ে রাখছে
হৃদয়
সাবমেরিনের থেকে উঠে বসছে কঙ্কাল
ধুয়ো দিচ্ছ স্রোতে ও শ্রবণে
তুমি তো খোলস ছিলে
রেটরিক বিদ্যুৎপ্রপাত
স্বপ্নআবাসিকের ঘুমে
ক্যাকটাস বিলাস
ক্যাকোফনি
হাত তুলছি ক্যাপ্টেন!
কে কার স্বপ্ন পাহারা দেয়
শীতপারাবার
ক্যাকোফনি
বিলি হওয়ার আগেই
ফুরিয়ে যাচ্ছ
তোমাকে বৃক্ষ ভাবি
ভাবি বৃদ্ধি
যৌনপতাকার নীচে
খুলে যাওয়া ভূর্জপত্র
তবে হাত তুলে দিলাম ক্যাপ্টেন!
লোমখসা বৃদ্ধ বায়স
স্কিজোফ্রেনিক এই ধারাপাত
কটুবাক্য, জং ধরা শিকলিপ্রপাত
অ-বাক টিয়ার ঠোঁটে জাদুতাস
টোটেমইঙ্গিত
আমি তবে শূকর প্রজাতির
রক্তবীজের থেকে
শুম্ভ ও নিশুম্ভ
হাত তুলছি ক্যাপ্টেন
যাও আর খেলব না
দানা বলে!
কালো ও গম্ভীর সেই
ধাতুর নলের মাঝে
খেলা করে শস্যবীজ
ট্যাট ট্যাট ট্যারর..
বুলসআই স্পর্শ করো
নিস্প্রভ কামানের তলে
শুয়ে থাকে ঘাসের ছোবল