• Uncategorized
  • 0

কবিতায় সুপ্রতিম দত্ত

খোলা পাতা 

একটা প্রায়ান্ধকার ঘর
কিছু আসবাব – অবিন্যস্ত বইপত্র,
আঁধার বুঝি পরামাশ্রয়ে বাসা বেঁধেছে এখানে
করিডরেও আলো নেই,
শুধু আধখোলা জানলায়
বিকেলের মরে আসা আলোর দ্যোতনা
এক যুবতী ভীরু পায়ে এসে
দাঁড়ালো ঘরের ভুলে যাওয়া দরজায়,
হাতড়ে পেয়ে গেলো সুইচ বক্স -আলো জ্বলল
হেসে অভ্যর্থনা জানালো করিডর
এবার সে এগিয়ে আসছে,
এসে ঢুকবে -জ্বালাবে আলো
নিদেনপক্ষে একটা মোমবাতি,
তার পায়ের শব্দের সাথে ফাল্গুনী বাতাস এলো ঘরে
সেই বাতাসে এলোমেলো হয়ে যায়
আমার বুকের পাতার মতো পাঁজর,
ভুলে যাই আমার অমাবস্যার গান-
খোলা বইয়ের পাতা হয়ে বেঁচে আছি এতো দিন
এমন কারও স্পর্শের আকাঙ্খায় যে সযত্নে তুলে রাখতে জানে|
পায়ের শব্দটা থেমে গেলো, তারপর…
Spread the love

You may also like...

error: Content is protected !!