এবার সে এগিয়ে আসছে,
এসে ঢুকবে -জ্বালাবে আলো
নিদেনপক্ষে একটা মোমবাতি,
তার পায়ের শব্দের সাথে ফাল্গুনী বাতাস এলো ঘরে
সেই বাতাসে এলোমেলো হয়ে যায়
আমার বুকের পাতার মতো পাঁজর,
ভুলে যাই আমার অমাবস্যার গান-
খোলা বইয়ের পাতা হয়ে বেঁচে আছি এতো দিন
এমন কারও স্পর্শের আকাঙ্খায় যে সযত্নে তুলে রাখতে জানে|