কবিতায় সুপম কর্মকার
ক্যাকটাস
ফিরে আসা ট্রেনগুলো সব দাঁড়িয়ে থাকে নির্জনতায়,
কতশত ইতিহাস জমে আছে
ক্ষতবিক্ষত আবেগ—
নিস্তব্ধ অন্ধকারে কে যেন আমার মুখোমুখি !
অ্যালকোহলের গ্লাসে শেষ চুমুকের পর
কেটে গেছে সারাটা রাত
হেবিয়াস কোরপাস;
প্রেমের নামে নোংরামির শাস্তি পায় অপরিণত ফিটাস,
রক্ত
আঁধার নেমে আসে নদীর বুক বেয়ে…