কবিতায় সুধাংশুরঞ্জন সাহা
by
TechTouchTalk Admin
·
Published
· Updated

শিক্ষাগত যোগ্যতা : এম.বি.এ, এল.এল বি ।
পেশা : অবসরপ্রাপ্ত স্টেট ব্যাঙ্কের আধিকারিক ।
প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা : চোদ্দ ।
গল্পগ্রন্থ : এক । ছড়াগ্রন্থ : এক ।
বিভিন্ন পুরস্কারে সম্মানিত ।
আরোগ্যশালার অপর নাম কবিতা
সাবধানী পাঠক জানে কবিতার বিপদসীমা ।
অসাবধানী কবিরা সীমানার ধার ধারেনা কোনও,
তারা জানে আরোগ্যশালার অপর নাম কবিতা ।
জংধরা বন্দুকের নলের একাকিত্ব,
মদশূন্য গ্লাসের মনখারাপ,
সমকামী পাখিদের পান্ডুলিপি,
নিঃসঙ্গ কর্ণেলের হাতের আধপোড়া সিগারেট,
কিংবা মুরগির শেষ অস্থিরতা …
নিয়েই কবিতার দৈনন্দিন যাপনচিত্র,
যেখানে লুকিয়ে আছে সম্ভাবনাময়
হাজার স্বপ্নসড়ক ।