সহকারী অধ্যাপক ও
বিভাগীয় প্রধান, ব্যবস্থাপনা বিভাগ
ডুলাহাজারা কলেজ,
চকরিয়া, কক্সবাজার।
সাবেক সভাপতি বন্ধুসভা, চকরিয়া।
নির্বাহী সদস্য
বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম।
অবরুদ্ধ সংলাপ
হ্যালো কি করছো?
ভাবছি!
কি ভাবছো?
কি করা যায় তাই ভাবছি।
ধুর! ৩২ দিন ধরে ভাবছো!
কি আর করা ৩২দিন ধরেই
১৫ বাই ১৫ এ আটকে।
শুধু কি তুমি!
শরীর মন সব। চিন্তা?
তাও আটকে!
জানো! ওজোন স্তরের ১০ মিলিয়ন
বর্গ কিলোমিটার
ক্ষত সেরে ওঠেছে!
তাতে আমার কি!
গুলি কি আমি করেছিলাম?
না গো ঠিক মনে করতে পারছিনা!
জানো সাগর পাড়ে
বেগুনি আর সবুজ প্রিন্টেড শাড়িতে
কারা যেন ঘুরে বেড়াচ্ছে!
যাদের বিগত ৩০ বছরেরও
বেশি সময় পর দেখা যাচ্ছে!
ত্রিশ বছর!
শুধু কি তাই?
পুরো সাগর পাড়ে এক ঝাঁক
সৈনিক লাল পোশাকে পাহারা দিচ্ছে
সেই নারীদের।
আমাদের দেশে লাল পোশাকে
এ কোন বাহিনী!
কিছু জানো?
আমি তো ৩২ বছর ধরেই
মুনাফা বাই মুনাফা ।
আমি কি গড়েছি?
হ্যালো শুনছো!
রোদ ছাতা ঝেঁটিয়ে
এক দল সাদা আগন্তুক
তোমার লাল বাহিনীকে ছায়া দিচ্ছে।
রূপসীদের মনোরঞ্জনে ব্যস্ত
ডুব সাঁতারু
উলের চাদর বুনছে যেন
সাগর জুড়ে।
কালচে পোশাকে তোমার কি
বিশেষ বাহিনী আছে
শয়ে শয়ে হাজারে হাজারে
কুজকাওয়াজ করে পথ দেখিয়ে
সমুদ্র স্নানে নিয়ে যাচ্ছে!
এত কিছু ঘটে যাচ্ছে তোমার রাজ্যে
আর তুমি বলছো
তুমি কচু জান!
সত্যি, জানা নেই কি করছে
দেখা হচ্ছে না, কোথায়
কি এমন ঘটছে!
৪৮ বছর আমি তো আটকে
ফাইল বাই ফাইলে।