কবিতায় সায়ন্তনী হোড়
হেঁটে যাওয়ার পরবর্তী ছবি
ছায়ার ভেতরে মানুষ হেঁটে যাচ্ছে
এভাবে হাঁটতে হাঁটতে শামুকের
খোলসহীন আকৃতির কথা মনে পড়ে যায় ,
ঠিক এমন ই গন্তব্যহীন ভাবে হেঁটে যায়
শামুকের পা গুলো
আর রোদ ছিঁড়ে ছিঁড়ে
উপন্যাস লিখে রাখে পদ্মপাতায়
প্লাস্টিকের গায়ে মরচে পড়ার দাগ
ধুতে গিয়ে ক্লান্ত হয়ে যাচ্ছে শস্যের ক্ষেত
ধীরে ধীরে আবছা হয়ে আসছে
আমাদের হেঁটে যাওয়া রাস্তাগুলো
প্রতিক্রিয়াহীন এই সব রাস্তার পাশে আজও
এক একটা অপেক্ষার ফলক লাগানো আছে ;
চোখ বন্ধ করলেই পাখির
তৃষ্ণার্ত কণ্ঠস্বর প্রকট হয়ে ওঠে ,
আর প্রকট হয়ে ওঠে তার বুকের ডান পাশের তিল
আজকাল তাই আকাশের দুঃখ হলে
রামধনুর শহরে মনের এইসব যানজটের কথা