কবিতায় সমর দেব
by
TechTouch Talk
·
Published
· Updated
মাংসপুরাণ
ঘন কুয়াশার অস্বচ্ছ বায়ুতে কারা যেন জ্বেলেছে মশাল
রাবণের চিতাসম লেলিহান অনন্ত উত্তাপশিখা
জাটিঙ্গায় উৎসব আজ, উনিশ লক্ষ পাখির মাংসে
জমে যাবে সামূহিক ভোজ, নুনতেলমশলার অঢেল জোগান
বনেজঙ্গলে সমতল নদীতীরে পাহাড়ে পর্বতে মাদলের দ্রিমি দ্রিমি
আগুনের চারপাশ ঘিরে লীলায়িত উদ্দাম নৃত্য ভঙ্গিমা
মানবমাংসের ঘ্রাণে মৌতাত জমে ওঠে খুব, আহা
সভ্যতার অনিন্দ্য কপালে শুধু লেগে থাকে ছাপ
কে আর হিসেব রাখে উনিশ লাখ পাখি না মানুষ!