কবিতায় সঞ্জীব সেন
by
TechTouch Talk
·
Published
· Updated
কবিরাজের মেয়ে
অনুকূল হাওয়া তুমি কি হৃদয় বোঝো
হৃদয়বান্ধব তুমি অনুকূল হাওয়ায় থাকো
খসে যায় কলকেফুলের মালা তোমার
তোমার শরিক ঝুমুর যেন ঘাসলতা চুমুর,
আমি ঘুরে মরছি শহর থেকে গ্রামে
আমার কোন বন্ধু নেই এই শহরে
যে কলকেফুলের মালা পরে
বলবে কাশ-বনে এসো !
এমন কবিতা লিখব ভাবি যত
এমনটা হয় না কী কখনও,
গ্রাম থেকে শহর ঘুরে মরছি আমি
অনুকূল হাওয়া কবিরাজের মেয়ে =
দূব্বাঘাস ক্ষতে দিয়ে বলবে
কালকে আবার আসব ।