কবিতায় শোভন মণ্ডল
by
TechTouch Talk
·
Published
· Updated
জেগে থাকো ফেসবুকে
বিভ্রম ছড়াতে ছড়াতে জেগে থাকো ফেসবুকে
মায়া-ঘুম অনন্তের ওপারে, ছুটিতে
শুধু গাঢ় হয় চোখ, ভারী হয় বুক
আঙুলের স্পর্শে এই গোপন আলাপন
মেলা থাকে জোনাকির মতো
এতো এক নীরব অভিসার
যা তুমি লালন করছো, প্রতিরাত
আলগোছে ব্যক্তিগত-যাপন
সকালে পুবের বারান্দায় এসে দাঁড়াও
খোলা হাওয়ায় শ্বাস নিতে নিতে
প্রায়শ্চিত্ত করো